শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ১২:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
আত্মশুদ্ধি অবহেলিত ফরজ মামদানিকে আইএসের সঙ্গে জড়ানোর চেষ্টা করেছিলেন কট্টর ডানপন্থি মার্কিন প্রভাবশালীরা চুয়াডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীল সমাবেশ ঝিনাইদহ-২ আসনে আমাকে চূড়ান্ত সমর্থন দিতে বিএনপিতে আলোচনা চলছে:রাশেদ খান ফরিদপুর -বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫ বাংলাদেশকে বারবার গিলে খাওয়ার ষড়যন্ত্র হয়েছে: রিজভী বিএনপির র‍্যালিতে খাঁচায় বন্দী ‘ভোট চোর’ উন্নয়ন অগ্রযাত্রায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভূমিকা গুরুত্বপূর্ণ:প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, অন্যথায় মানুষ মেনে নেবে না: মির্জা ফখরুল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজধানীতে বিএনপির র‍্যালি

ফিলিস্তিনের পক্ষে অস্ট্রেলিয়ার রাস্তায় লাখো মানুষের ঢল

সিডনির ঐতিহাসিক হারবার ব্রিজে রোববার (৩ আগস্ট) ফিলিস্তিনের সমর্থনে এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছেন ৯০ হাজারের বেশি মানুষ। ‘মার্চ ফর হিউম্যানিটি’ শীর্ষক এই সমাবেশটি শনিবার রাতেই নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের অনুমোদন পায়। আয়োজকরা একে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে উল্লেখ করেন।

এদিন প্রবল বৃষ্টিকে উপেক্ষা করেই হাজার হাজার মানুষ ফিলিস্তিনের পক্ষে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নেমে আসেন। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ, ফেডারেল এমপি এড হুসিক এবং নিউ সাউথ ওয়েলসের সাবেক প্রিমিয়ার বব কারসহ অনেক বিশিষ্টজনও মিছিলে অংশ নে ।

বিক্ষোভে অংশ নেওয়া মানুষদের হাতে ছিল যুদ্ধ বন্ধের আহ্বান জানানো নানা প্ল্যাকার্ড। এসময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে সিডনি হারবার ব্রিজ, এর মধ্যে ছিল ‘শেইম শেইম ইসরায়েল, শেইম শেইম ইউএসএ’, ‘যুদ্ধবিরতি চাই – এখনই চাই’, ইত্যাদি।

পরিবারসহ যোগ দিয়েছেন হাজারও মানুষ

অনেকেই পরিবার ও ছোট সন্তানদের নিয়ে মিছিলে যোগ দেন। তিন বছরের ছেলেকে নিয়ে অংশ নেওয়া অ্যালে বেভিল বলেন, এটি হয়তো আমাদের দেশ থেকে অনেক দূরে, কিন্তু এর প্রভাব আমাদের জীবনেও পড়ে।

শিশু কোলে মিছিলে আসা জারা উইলিয়ামস বলেন, আমাদের সরকার ইসরায়েলের বিরুদ্ধে কোনো কার্যকর নিষেধাজ্ঞা দেয়নি। গোটা একটি জনগোষ্ঠীর ওপর জোরপূর্বক অনাহার চাপিয়ে দেওয়া হচ্ছে—এটা মেনে নেওয়া যায় না।

মিছিলে প্রত্যাশার চেয়েও বেশি মানুষ

প্রথমে অনুমতি না দিলেও শেষ পর্যন্ত আদালতের আদেশে হারবার ব্রিজ যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয় এবং বিক্ষোভকারীদের নিরাপত্তা প্রদান করা হয়।

তবে দুই ঘণ্টা পর নিউ সাউথ ওয়েলস পুলিশ সবাইকে এসএমএস করে মিছিল বন্ধ করার আহ্বান জানায়। বার্তায় বলা হয়, জননিরাপত্তা রক্ষার জন্য শহরের দিকে ফিরে যান এবং শান্তিপূর্ণভাবে অবস্থান করুন।

এ বিষয়ে পুলিশের ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার পিটার ম্যাককেনা বলেন, আমরা ভয় পেয়েছিলাম যে এত বড় ভিড়ে ক্রাউড ক্রাশ বা পদদলিত হওয়ার ঘটনা ঘটতে পারে। আয়োজকরা যেখানে ৫০ হাজারের উপস্থিতি আশা করছিলেন, বাস্তবে উপস্থিত হন প্রায় ৯০ হাজার।

সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি
কেএএ/

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025