রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৫:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী সমাগমের আশা চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির: ডা. জাহাঙ্গীর কবির ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে:আসিফ নজরুল ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে সুরাহা হতে হবে: নাহিদ ‘জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ, এটি নতুন রাজনীতির সূচনা করেছে’ কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না : শ্রম উপদেষ্টা রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ

সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির: ডা. জাহাঙ্গীর কবির

দেশের খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহাঙ্গীর কবির বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টের বাইপাস সার্জারি সম্পন্ন হয়েছে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।

শনিবার (২ আগস্ট) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে জামায়াত আমিরের অপারেশন শেষে এ কথা জানান ডা. জাহাঙ্গীর কবির। এর আগে সকাল সাড়ে ৮টায় তার অপারেশন শুরু হয়। পরে জামায়াতে ইসলামীর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্টে বিষয়টি জানানো হয়েছে।

ডা. জাহাঙ্গীর কবির বলেন, ‘আলহামদুলিল্লাহ, ডা. শফিক সাহেবের অপারেশনসহ সবকিছুই অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। আমরা সর্বোচ্চ প্রযুক্তিগত সহায়তা নিয়ে অপারেশনটি সম্পন্ন করতে পেরেছি। আশা করছি, অতিদ্রুত উনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘উনার অপারেশনটা একদম সঠিক সময়ে হয়েছে। নির্দিষ্ট সময়ই উনার জ্ঞান ফিরবে এবং আগামী তিনদিন উনি আইসিইউতে থাকবেন। এরপর উনাকে কেবিনে নিয়ে আসা হবে। সবকিছু ভালো থাকলে সপ্তাহখানেকের মধ্যে তিনি বাসায় যেতে পারবেন।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024