রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী সমাগমের আশা চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির: ডা. জাহাঙ্গীর কবির ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে:আসিফ নজরুল ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে সুরাহা হতে হবে: নাহিদ ‘জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ, এটি নতুন রাজনীতির সূচনা করেছে’ কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না : শ্রম উপদেষ্টা রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ

২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে:আসিফ নজরুল

আগামী ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ইতিহাসে অতীতে এমন কোনো চুক্তি বাংলাদেশের সঙ্গে ছিল না।

শনিবার (২ আগস্ট) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউটের মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত ‘রেমিট্যান্স যোদ্ধা দিবস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, মালয়েশিয়ায় গত বছর বিমান টিকিট ও ভিসা থাকা সত্ত্বেও যেতে না পারা কর্মীদের পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই সংক্রান্ত বৈঠক করে যখন ঢাকায় এসে বললাম যে তাদের মালয়েশিয়া নেবে বলে আশ্বস্ত করেছে তখন তীব্র প্রতিক্রিয়া পেয়েছি। আমাকে ফেসবুকে গালাগালি করা হয়েছে যে এই বলে–বর্তমানে যারা অবৈধ হয়ে আছে তাদের বৈধ করার খবর নেই, আবার নতুন করে লোক পাঠাচ্ছে।

আসিফ নজরুল আরও বলেন, গালাগালির কোনো শেষ নেই। যেটা আপনাদের এত বড় দাবি সেটা করার পরও গালি দেয়। তারপরও খুব তাড়াতাড়ি আশা করা হচ্ছে ২-৩ সপ্তাহের মধ্যে শোনা যাবে সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো প্রবাসী শ্রমিকদের নিয়ে চুক্তি হচ্ছে।

তিনি বলেন, এই চুক্তির চেষ্টা বিগত সরকারের আমলে অনেকবার করার হয়েছিল, তবে হয়নি। ভারত কিংবা পাকিস্তানের সঙ্গেও এই চুক্তি নেই। বাংলাদেশের সঙ্গে এই চুক্তি হতে যাচ্ছে। চুক্তি হলে সৌদি আরবে শ্রমিক ভাই-বোনদের নিরাপত্তা ও সুরক্ষা আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।

আসিফ নজরুল বলেন, আমরা রিইন্ট্রিগেশনে কিছু কিছু পদক্ষেপ নিয়েছি। আমরা মন্ত্রণালয়ে প্রক্রিয়া কিছুটা সহজ করেছি, যাতে ভোগান্তি ও হয়রানি কম হয়। সম্পূর্ণ ডিজিটালাইজেশন করেছি। আপনারা নতুন করে বিদেশে গেলে এই সুবিধা বুঝতে পারবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024