রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী সমাগমের আশা চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির: ডা. জাহাঙ্গীর কবির ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে:আসিফ নজরুল ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে সুরাহা হতে হবে: নাহিদ ‘জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ, এটি নতুন রাজনীতির সূচনা করেছে’ কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না : শ্রম উপদেষ্টা রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ

কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না : শ্রম উপদেষ্টা

নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, কিছু কিছু লোক শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন টাকা পয়সা এদিক ওদিক করার জন্য। যারা ব্যাংক ঋণ নিয়েছে, দেশ থেকে টাকা পাচার করেছে। শ্রমিকদের টাকা পয়সা দিতে পারছে না, তারা দেশ থেকে পালিয়ে আছে। সে কারণে কিছু কারখানা বন্ধ।

কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না।শনিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী নগরীর জাতীয় পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে শ্রম অধিদফতরের কর্মকর্তা-কর্মচারী ও ট্রেড ইউনিয়ন নেতাদের সঙ্গে মতবিনিময় এবং শ্রমিকদের মাঝে চেক হস্তান্তর শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, কারখানা ভালোভাবে চলার কারণে সাত থেকে আট শতাংশ রপ্তানি বেড়েছে। ভালো মালিকরা দেশে আছেন, তারা শ্রমিকদের দেখভাল করছেন।

ভালো ব্যবসা করছেন। শ্রমিকদের আন্দোলন সম্পর্কে তিনি জানান, শ্রমিকরা আন্দোলন করতেই পারে। যে কেউ তার দাবি নিয়ে রাস্তায় নামতেই পারে।এর আগে উপদেষ্টা একই ভবনে একটি গবেষণা কনফারেন্সের উদ্বোধন করেন।

তিনি সেখানে বলেন, চা বাগানে শৌচাগার না থাকা খুবই অমানবিক। এর ফলে সেখানকার নারী কর্মীদের ক্যান্সার হচ্ছে। সেখানেও খাবার পানিও পাওয়া যায় না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024