রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
ছাত্রদলের সমাবেশে লক্ষাধিক নেতাকর্মী সমাগমের আশা চব্বিশের স্মরণে ২৪ দফা ইশতেহার দেবে এনসিপি ৫ আগস্ট দেশব্যাপী গণমিছিল করবে জামায়াত সব ঠিক থাকলে সপ্তাহখানেকের মধ্যে বাসায় যেতে পারবেন জামায়াত আমির: ডা. জাহাঙ্গীর কবির ২-৩ সপ্তাহের মধ্যে সৌদি আরবের সঙ্গে শ্রমিক নিয়ে চুক্তি হবে:আসিফ নজরুল ৫ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয়ে সুরাহা হতে হবে: নাহিদ ‘জুলাই বিপ্লব তরুণদের চেতনার জাগরণ, এটি নতুন রাজনীতির সূচনা করেছে’ কারখানা বন্ধের জন্য সরকার দায়ী না : শ্রম উপদেষ্টা রায়েরবাজার গণকবরের ১১৪ জুলাই শহীদের মরদেহ তোলা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ

ঐক্যের বিকল্প নেই, ষড়যন্ত্রকারীদের পরিণতি হবে দুঃস্বপ্ন : ডা. জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, ঐক্যের মধ্যে ফাটল ধরানোর জন্য দেশি-বিদেশি চক্রান্ত চলছে, তবে ঐক্যের কোনো বিকল্প নেই।

শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, যারা মব সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা চায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে। কিন্তু এসব ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, কথায় কথায় অন্যের সমালোচনা করা এক জিনিস, তবে সমালোচনার আগে নিজের মুখ আয়নায় দেখা উচিত। নিজেদের গঠনমূলক সমালোচনা না করলে ঐক্য টিকবে না।

ডা. জাহিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নির্বাচন বানচালের স্বপ্ন দেখছেন, তাদের সেই স্বপ্ন শেষ পর্যন্ত দুঃস্বপ্নে পরিণত হবে। জনগণের বিজয় অবশ্যম্ভাবী।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়াও বিভিন্ন পেশাজীবী, বুদ্ধিজীবী ও ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024