বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
কুড়িলে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট এই অস্থিরতার মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে খুব দরকার ছিল: ফখরুল তারেক রহমানের জন্মদিনে উৎসব না করার আহ্বান জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ প্লট দুর্নীতি মামলা হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত দেশে মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলা, প্রতিবাদে নাগরিক কমিটির বিক্ষোভ

গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাসায় শিক্ষার্থীদের ওপর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক কমিটি।

আজ শনিবার সকালে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সমন্বয়ক সারজিস আলম।

আয়োজিত প্রতিবাদ সমাবেশে ছাত্রদল, ছাত্রশিবিরসহ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

গাজীপুর জেলা ও মহানগর শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক আলী নাসের খান বলেন, শুক্রবার রাতে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে ছাত্র-জনতার ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দ্রুতবিচার আইনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

সমাবেশে জাতীয় নাগরিক কমিটির নেতা সাকিব, কেন্দ্রীয় সদস্য এম সোয়াইব, গাজীপুর মহানগরের গাছা থানা শাখার সদস্য মাস্টার আনিসুর রহমান, কালিয়াকৈর শাখার সদস্য সুমন বারী এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নাবির ইউসুফ বক্তব্য দেন।

এ সময় বক্তারা বলেন, ‌‘গাজীপুরে শিক্ষার্থীদের ওপর খুনি আ ক ম মোজাম্মেল ও জাহাঙ্গীর এবং আওয়ামী দোসর সন্ত্রাসীরা হামলা চালিয়ে রক্তাক্ত করেছে। এ সময় পুলিশ প্রশাসনের সহযোগিতা চেয়ে পাওয়া যায়নি।

তাই এ সমাবেশ থেকে পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের প্রত্যাহার দাবি করছি। পতিত সরকারের দোসরদের বিচার এ বাংলার মাটিতে করতে হবে। ’ 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025