মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১২:২০ অপরাহ্ন

শিরোনাম :
দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস ‘স্বার্থান্বেষী মহল বিশ্বকে ভয়াবহ পরিবেশগত দুর্যোগের মধ্যে ফেলেছে’:বাসস জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’: ডা. তাহের বিএনপির অবস্থান পুনর্বিবেচনার আহ্বান এনসিপির নির্বাচনের প্রস্তুতি আছে, কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি: তাহের নির্বাচনের সময় মোতায়েন থাকবে ৬০ হাজার সেনাসদস্য : প্রেস সচিব ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ

নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’: ডা. তাহের

দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ গড়া জামায়াতে ইসলামীর আগামী নির্বাচনের অন্যতম প্রধান এজেন্ডা হবে বলে জানিয়েছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

তিনি বলেন, আমরা চাই দুদক সংবিধানে অন্তর্ভুক্ত হোক, যেন কোনো রাজনৈতিক দল নিজেদের স্বার্থে আইন পরিবর্তন করতে না পারে। জাতীয় স্বার্থে সংবিধান সংশোধনের দরকার হলে সবাই মিলে সিদ্ধান্ত নিতে পারবে।

সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, দুদক শক্তিশালী করার ক্ষেত্রে কোনো ধরনের কার্পণ্য বা ফাঁক থাকুক, আমরা তা চাই না। আমরা খুবই দৃঢ় এবং প্রায় চার-তৃতীয়াংশ পার্টিও সংস্থাটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে একমত। যারা সংবিধানের অন্তর্ভুক্ত করতে চাননি তাদের একটা আর্গুমেন্ট হচ্ছে, সংবিধানে যদি এটি (দুদক) অন্তর্ভুক্ত হয়, তাহলে প্রয়োজনে কোনো পরিবর্তন করা সহজ হবে না।

‘আমরা বলেছি, এ কারণেই তো আমরা সংবিধানের ভেতরে চাই। যে যুক্তিতে আপনারা আইন করে এটি করতে চান, এক যুক্তিতে আমরা এটি সংবিধানে পাঠাতে চাই। কারণ, শুধু আইন করলে মেজরিটি সরকার সকাল-বিকাল আইন পরিবর্তন করতে পারে। আওয়ামী লীগ করেছে।’

তিনি বলেন, আমরা চাই না, কোনো একটি দলের প্রয়োজনে দুদকের আইন পরিবর্তন হোক। যদি জাতির প্রয়োজনে হয় তাহলে তো সরকারি দল, বিরোধী দল সবাই একমত হয়ে যাবে। তখন সংশোধন করার আর কোনো অসুবিধা হবে না। সেজন্য পরিবর্তনের সুযোগটি আমরা তখনই রাখতে চাই, যেটি দেশের স্বার্থে ও জাতীয় স্বার্থ হবে। দলের স্বার্থে দুদুকের আইন পরিবর্তনের আমরা বিরোধী।

তত্ত্বাবধায়ক সরকার গঠন বিষয়ে তিনটি প্রস্তাব তুলে ধরে জামায়াতের এ নেতা বলেন, প্রথম দুটি প্রস্তাব কার্যকরী না হলে কেয়ারটেকার সরকার গঠনে নতুন প্রস্তাব করেছি। দুই প্রস্তাবে সর্বসম্মত না হলে তৃতীয় প্রস্তাব হিসেবে র‌্যাঙ্কড চয়েস রেখেছি। তবে শর্ত হচ্ছে প্রকাশ্যে ভোট প্রদানের ব্যবস্থা করতে হবে। যেখানে সদস্যরা ওপেন ভোটে নিজের পছন্দ জানাবেন। এতে হর্স ট্রেডিং রোধের সম্ভাবনা বাড়বে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024