মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ১২:১৬ অপরাহ্ন

শিরোনাম :
দুপুরের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের আভাস ‘স্বার্থান্বেষী মহল বিশ্বকে ভয়াবহ পরিবেশগত দুর্যোগের মধ্যে ফেলেছে’:বাসস জুলাই সনদের খসড়া দলগুলোর কাছে পাঠানো হয়েছে: আলী রীয়াজ প্রধান উপদেষ্টাকে সৌদি আরবের আমন্ত্রণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত নির্বাচনে জামায়াতের প্রধান এজেন্ডা হবে ‘দুর্নীতিমুক্ত বাংলাদেশ’: ডা. তাহের বিএনপির অবস্থান পুনর্বিবেচনার আহ্বান এনসিপির নির্বাচনের প্রস্তুতি আছে, কিন্তু নানা ষড়যন্ত্র দেখছি: তাহের নির্বাচনের সময় মোতায়েন থাকবে ৬০ হাজার সেনাসদস্য : প্রেস সচিব ছাত্ররা দুর্নীতির কাছে আত্মসমর্পণ করেছে : মেজর হাফিজ

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার (২৮ জুলাই) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল এ আদেশ দেন। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর ধার্য করেন আদালত।

তিন আসামি হলেন, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম।
ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মঞ্জুরুল বাছিদ এবং জেলা ও দায়রা জজ নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজি এমএইচ তামিম।

এর আগে লক্ষ্মীপুরের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024