রবিবার, ২৭ Jul ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

শিরোনাম :

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে দুইজন নিহত

বগুড়ার নন্দীগ্রামে ট্রাক-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কুন্দারহাট এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

নিহতরা হলেন-নন্দীগ্রাম উপজেলার কাথম দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে সিএনজি চালক আরাফাত হোসেন (২২) ও বিশা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী যাত্রী হাওয়া বেগম (৪৫)।

তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠিয়ে দেয়।কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র মহন্ত জানান, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিএনজি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থেকে বগুড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে কুন্দারহাট বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাটোরগামী একটি দ্রুতগতির কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই চালক আরাফাত হোসেন ও যাত্রী হাওয়া বেগম মারা যান। এসময় সিএনজিতে থাকা আরও তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।তিনি আরও জানান, দুর্ঘটনার সাথে জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে।

মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা চিকিৎসাধীন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024