রবিবার, ২৭ Jul ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ার, প্লাবিত তিনটি পাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ

দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর শহর শাখার আয়োজনে সদর উপজেলার রুকন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম।

দিনাজপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মো. আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সাবেক জেলা আমীর আনোয়ারুল হক, বিরল থানা আমীর হাফিজ আব্দুর রশিদ, সদর উপজেলা আমীর মো. মেহরাব আলী, দিনাজপুর শহর আমীর সিরাজুস সালেহীন, শহর সেক্রেটারি মো. কামরুল হাসান রাসেল, বিরল বোচাগঞ্জ-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী একেএম আফজালুল আনাম, দিনাজপুর সদর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, দিনাজপুর সদর সেক্রেটারী নুরুল্লাহ সরকার, বিরল উপজেলা সেক্রেটারী আজমির হোসাইন, সদর উপজেলার সহকারি সেক্রেটারী মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।

সমাবেশে রুকন সমাবেশ দুপর্বে অনুষ্ঠিত হয়।

প্রথমপর্ব সকাল সাড়ে ৬টায় শহর জামায়াতের রুকনদের নিয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলন, সকাল সাড়ে ৮টায় দিনাজপুর জেলার ইউনিট সদস্যদের নিয়ে সাংগঠনিক পর্যালোচনা, সকাল সাড়ে ৯টায় শহর মহিলা জামায়াতের রুকন সমাবেশ এবং সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা রুকনদের নিয়ে রুকন সমাবেশ।  

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024