রবিবার, ২৭ Jul ২০২৫, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ার, প্লাবিত তিনটি পাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ

নেত্রকোনায় দুই বাসের সংঘর্ষ, আহত ২০

নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের ঠাকুরাকোনা ইটভাটার মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের পর একটি বাস দুমড়ে-মুচড়ে যায় এবং অপরটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

আহতদের মধ্যে বাসচালক মিজানুর রহমান (৪৮) কিশোরগঞ্জ সদরের বাসিন্দা এবং হেলপার সেকু মিয়া (৪৪) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা।

ফায়ার সার্ভিসের কর্মীরা বাস কেটে তাদের উদ্ধার করে।এসময় আরও অন্তত ১৫-২০ জন যাত্রী ছোট-বড় আঘাতে আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, কলমাকান্দা থেকে আসা বাসটি প্রায় ৩০ জন যাত্রী নিয়ে নেত্রকোনার দিকে আসছিল।

বিপরীত দিক থেকে চট্টগ্রাম থেকে ধর্মপাশাগামী একটি বাসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়।প্রত্যক্ষদর্শী মাহবুব হোসেন জানান, দুর্ঘটনার পর যাত্রীরা একে অন্যকে সহযোগিতা করে বাস থেকে বেরিয়ে আসেন। ফায়ার সার্ভিস আসার আগেই বেশিরভাগ যাত্রী গাড়ি থেকে বের হয়ে যান।

এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন। তবে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024