রবিবার, ২৭ Jul ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন

শিরোনাম :
ক্যাম্বোডিয়ার সঙ্গে সীমান্ত সংঘর্ষ ‘যুদ্ধে রূপ নিতে পারে’ : থাই প্রধানমন্ত্রী অনাহারে দিন পার করছে গাজার এক তৃতীয়াংশ মানুষ: জাতিসংঘ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে কুয়ালালামপুরে হাজারো মানুষের বিক্ষোভ ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ক্যাবিনেট মন্ত্রী ও এক-তৃতীয়াংশ এমপির চাপ গাজায় ফের আকাশ থেকে ত্রাণ ফেলতে যাচ্ছে জর্ডান ও আমিরাত বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থান রুখে দাঁড়াবার এক মহাকাব্য : সংস্কৃতি উপদেষ্টা সেন্ট মার্টিনে হঠাৎ জোয়ার, প্লাবিত তিনটি পাড়া বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ওপারে গোলাগুলি দিনাজপুরে জামায়াতের রুকন সমাবেশ

ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে বিএনপির আছে: রিজভী

ইসলামি দলগুলোর উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দু-একটি ইসলামি দল জিয়াউর রহমানের অনুকম্পায় রাজনীতি করার সুযোগ পেয়েছে। ইসলামের জন্য কারও অনুভূতি থাকলে সেটা বিএনপির আছে।

তিনি আরও বলেন, ইসলামের নাম নিয়ে সুযোগসন্ধানী কাজ করবেন এটা মানুষ জানে। ইউটিউব, বিভিন্ন কনটেন্ট, সামা‌জিক যোগা‌যোগমাধ্যম, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে আজেবাজে ছড়াচ্ছেন আমরা কিন্তু জানি। আমরা নেতাকর্মীদের বলেছি, তাদের কোনো উস্কানিতে পা দেবেন না।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে কু‌ড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আমরা বিএন‌পি প‌রিবা‌র’ আয়োজ‌নে চব্বিশের গণঅভ্যুত্থানে কুড়িগ্রামে শহীদ পরিবারগু‌লোর সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্তব্যে এসব কথা বলেন তি‌নি।

রুহুল কবির রিজভী আরও বলেন, ‘গত ১৬ বছরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের ‌যে মাঠ প্রস্তুত ছিল, যে পটভূমি রচিত হয়েছিল; সেই পটভূমির ওপর জুলাই আন্দোলন বিজয় লাভ করেছে।’

তি‌নি ব‌লেন, ‘সারাদেশে দেড় হাজারের মতো শিশু-তরুণ-কিশোর, বাচ্চা, রিকশাওয়ালা কাউকে বাদ দেয়নি হত্যা করতে। কুড়িগ্রামের মতো একটি জেলায় যদি ১০ জন শহীদ হয়, তাহলে আপনারা বলুন, যেখানে আন্দোলন হয়েছে সেখানে কী অবস্থা বিরাজ করেছে! গত ১৬ বছরে বিএনপির কত নেতাকর্মী মারা গেছে, কই তাদের বিষয়ে তো আপনারা কিছু বললেন না?’

সমালোচনাকারীদের রিজভী ব‌লেন, আপনারা যখন অপপ্রচার আর কুৎসায় নেমেছেন, তখন বিএনপির নেতাকর্মীরা জুলাই আন্দোল‌নে আহত-নিহত পরিবারের পাশে দাঁড়িয়েছে।

এসময় বিএনপির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, ‌সি‌নিয়র যুগ্ম আহ্বায়ক সহকারী অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক প্রমুখ।

পরে আমরা বিএনপি পরিবারের পক্ষ থে‌কে কুড়িগ্রাম জেলার ১০ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024