বুধবার, ৩০ Jul ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

‘যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না ইরান, যে কোনো অভিযানের জন্য প্রস্তুত’

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদেহ বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না এবং যেকোনো নতুন অভিযানের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এ মন্তব্য করেন।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলারের সঙ্গে আলাপকালে নাসিরজাদেহ বলেন, ইরান এই অঞ্চলে যুদ্ধ কিংবা নিরাপত্তাহীনতা ছড়াতে চায় না, তবে আক্রমণকারীদের যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও নির্ভুল প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। ইসলামি প্রজাতন্ত্র যুদ্ধবিরতিতে বিশ্বাস করে না।

জবাবে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলার বলেন, আমরা যুদ্ধবিরতিতে সন্তুষ্ট এবং পারমাণবিক ইস্যু নিয়ে এমন একটি যৌক্তিক চুক্তি হওয়া উচিত যা ইরান ও গোটা অঞ্চলের জন্য উপকারী হবে।

অন্যদিকে, মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালেদ নরদিনের সঙ্গে ফোনালাপে নাসিরজাদেহ বলেন, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী সরকারের চাপিয়ে দেয়া অন্যায্য যুদ্ধে ইরানকে সমর্থনের জন্য মালয়েশিয়ার সরকারকে ধন্যবাদ।

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরান আমাদের জন্য একটি বন্ধুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য দেশ। আমরা এই যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করি এবং শুরু থেকেই আক্রমণের তীব্র নিন্দা জানিয়ে এসেছি।

তিনি চাপিয়ে দেয়া যুদ্ধে ইরানের জনগণ ও সশস্ত্র বাহিনীর ঐক্য, সাহস এবং সক্ষমতারও প্রশংসা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024