Editor Panel
- ১২ জুলাই, ২০২৫ / ৫ Time View
ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম বলেছেন, আজকে আমরা বিবেকহারা হয়ে গেছি। মানুষকে বিবেকবান করতে হবে। আদর্শবান করতে হবে। এদেশকে বির্নিমাণ করতে হবে।
এদেশকে গড়তে হবে। মানুষকে আশ্রয় দিতে হবে। জুলুমমুক্ত দেশ গড়তে হবে।ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার বিকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুফতি ফয়জুল করিম বলেন, আমাদের রাজনীতি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও কল্যাণের জন্য। বাংলাদেশের জনগণ এখন অনেক সচেতন।
সমাবেশ শেষে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের নেতৃত্বে অশ্বিনী কুমার হলের সামনে হত্যাসহ দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।