শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

মেহেরপুরে জামায়াতের নির্বাচনী দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মসূচি

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে পৌর কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজউদ্দিন খান। উদ্বোধনী বক্তব্য দেন জেলা নির্বাচন পরিচালক জারজিস হুসাইন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর মো. রুহুল আমিন।

বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াত টিমের সদস্য ড. আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মাহাবুব-উল-আলম, সদর উপজেলা আমীর সোহেল রানা এবং সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম মাস্টার।

প্রশিক্ষণে নির্বাচনী কর্মকৌশল, সাংগঠনিক জবাবদিহিতা, নির্বাচনী প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক দায়িত্বশীল নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন নির্বাচনী উপকরণ বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024