শনিবার, ১২ Jul ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন
প্রশিক্ষণ কর্মসূচির সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর তাজউদ্দিন খান। উদ্বোধনী বক্তব্য দেন জেলা নির্বাচন পরিচালক জারজিস হুসাইন।
বিশেষ অতিথি ছিলেন যশোর-কুষ্টিয়া অঞ্চলের জামায়াত টিমের সদস্য ড. আলমগীর বিশ্বাস, জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা নায়েবে আমীর মাওলানা মাহাবুব-উল-আলম, সদর উপজেলা আমীর সোহেল রানা এবং সদর উপজেলা সেক্রেটারি জাব্বারুল ইসলাম মাস্টার।
প্রশিক্ষণে নির্বাচনী কর্মকৌশল, সাংগঠনিক জবাবদিহিতা, নির্বাচনী প্রস্তুতি ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়। জেলা ও উপজেলা পর্যায়ের শতাধিক দায়িত্বশীল নেতা-কর্মী এতে অংশগ্রহণ করেন।