সোমবার, ০৭ Jul ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন

শিরোনাম :

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই: শিক্ষা উপদেষ্টা

কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেছেন শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার।

তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, নতুন বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে। এতে সামনের সারির কারিগর হবেন কারিগরি শিক্ষা ব্যবস্থার ছাত্র-ছাত্রীরা। কারণ হাতে-কলমে কাজ করার সময় এসেছে। আমাদের প্রযুক্তি সম্পর্কে জানতে হবে। বিজ্ঞান শিখতে হবে।

সোমবার (৭ জুলাই) সকালে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশেরবাগ এলাকায় জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষা উপদেষ্টা বলেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। তারা নিজেরাই সেটা মনে করেন। তারা তো তাদের মূল লক্ষ্য পালন করবেনই, রাষ্ট্রও চায় তারা যেন কোয়ালিটি কারিগরি দক্ষতা গ্রহণ করেন। কারিগরি শিক্ষার জন্য এ সরকারের বড় রকমের প্রয়াস রয়েছে।

তিনি আরও বলেন, জুলাই মাস আমাদের গর্বের মাস। এই মাসে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আলাদাভাবে অনুষ্ঠান করে শহীদদের স্মরণ করার আহ্বান জানাচ্ছি। বিগত সময় আমাদের কথা বলার অধিকার ছিল না। আমাদের প্রজা বানিয়ে রাখা হয়েছিল। আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলনের মধ্যদিয়ে এই ব্যবস্থা থেকে মুক্ত করেছেন।

রাজনৈতিক দলের প্রতি আশা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি আশা করি, আগামীতে নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে তারা এই ধারাবাহিকতা বজায় রাখবে এবং সাধারণ মানুষের স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে। আর এখন থেকেই আমাদের এমন একটি শিক্ষা ব্যবস্থা দাঁড় করাতে হবে যেই শিক্ষা কর্ম দক্ষতা ঘটাবে, নৈতিক ও মানবিক হতে শেখাবে। সেই শিক্ষার শুরু যেন আমরা করে যেতে পারি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা আরও বলেন, আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। হয়তো আমাদের হাতে তেমন সময় নেই। কিন্তু তারপরও কারিগরি শিক্ষার ওপর আগের তুলনায় এখন জোর দিতে হবে। সেদিক থেকে আমরা অঙ্গীকারবদ্ধ। সে কারণে বেশ কিছু কার্যকরী কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। সময় শেষ হওয়ার আগেই আমরা কিছু কিছু কাজ করে দিতে চাই।

জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার সভাপতি জামাল উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার ও বন্দর উপজেলা ইউএনও মোস্তাফিজুর রহমান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024