রবিবার, ০৬ Jul ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা

২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ অভ্যুত্থানের বছর পূর্তি উপলক্ষে স্থানীয় সরকার বিভাগ দেশের সব জেলায় তরুণদের অংশগ্রহণে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করেছে।

প্রতিযোগিতায় অংশ নিতে ১০ জুলাই পর্যন্ত নিজ নিজ জেলার জেলা পরিষদ কার্যালয়ে (অনলাইনে/ই-মেইলে) আবেদন করা যাবে।

শনিবার (৫ জুলাই) সরকারের এক তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে আরও বলা হয়েছে, প্রতিযোগিতায় দলীয়ভাবে যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।

সম্ভাব্য আইডিয়াসমূহ: দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী/প্রামাণ্যচিত্র, জনসচেতনতামূলক কার্যক্রম, প্রাথমিক স্বাস্থ্য বা পুষ্টি বিষয়ক কার্যক্রম, উদ্যোক্তা মেলা, স্থানীয় শিল্প প্রদর্শনী, স্কিল কম্পিটিশন, বর্জ্যশূন্য অভিযান, গ্রিন স্কুল, ক্লিন স্কুল কার্যক্রম অথবা জুলাই অভ্যুত্থান সম্পর্কিত অন্য যে কোনো ধারণা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024