রবিবার, ০৬ Jul ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

মসজিদ নির্মাণ করব আমরা, আবাদ করবেন আপনারা: ধর্ম উপদেষ্টা

মসজিদ আমরা নির্মাণ করে দেবো, কিন্তু এটি আবাদ করার দায়িত্ব আপনাদের। মুসল্লিদের যাতায়াত না থাকলে মসজিদ টিকবে না। এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শনিবার (৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া পুরাতন কলেজ গেট সংলগ্ন এলাকায় তিনতলা বিশিষ্ট উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ১৭ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদ প্রকল্পটি বাস্তবায়ন করছে চট্টগ্রাম জেলা গণপূর্ত বিভাগ। এটি হবে একটি মাল্টিপারপাস ইসলামিক কমপ্লেক্স। এতে একসঙ্গে ১ হাজার ২০০ মুসল্লির নামাজের ব্যবস্থা (পুরুষ ও নারীদের পৃথক ব্যবস্থা) ছাড়াও ১২-১৩টি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ও হিফজখানা, মরদেহ গোসলের সুবিধা, ১৫০ জনের কনফারেন্স রুম, অতিথিদের থাকার ব্যবস্থা, অন্ধ ও প্রতিবন্ধীদের জন্য আলাদা নামাজের জায়গা এবং ইসলামিক গবেষণা ও লাইব্রেরি সুবিধা (পড়ার ও কেনার সুযোগ) থাকবে।

তিনি আরও বলেন, সারাদেশে সরকার ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করছে, যার মধ্যে ৩৫০টির বেশি মসজিদের নির্মাণকাজ শেষ পর্যায়ে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (প্রকল্প পরিচালক) মো. শহিদুল আলম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মুহাম্মদ আব্দুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশনের (সিনিয়র জেলা ও দায়রা জজ) মহাপরিচালক আব্দুস ছালাম খান, উপ-প্রকল্প পরিচালক (প্রকৌশল) মোহাম্মদ ফেরদৌস-উজ-জামান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, পুলিশ কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক সরকার সারোয়ার আলম, উপ-পরিচালক মীর মুহাম্মদ নেয়ামত উল্লাহ এবং চন্দনাইশ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার হাফেজ মাওলানা গোলাম কিবরিয়া।

এছাড়া চন্দনাইশে জামায়াতে ইসলামী সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ডা. মো. শাহাদাৎ হোসেন, বিএনপির সাবেক উপজেলা সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, উপজেলা জামায়াতের আমির মাওলানা কুতুবউদ্দিন, পিচপার্ক হাউজিং সোসাইটির চেয়ারম্যান কাজী মোহাম্মদ আলমগীর, জাহাঙ্গীর আলম ও আব্দুল মান্নান, শিক্ষক ও মসজিদের ভূমিদাতা শাহজাহান আজাদ, মহিউদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা আবদুর রহমান শামা, সাবেক কাউন্সিলর জলিল, আবু ছৈয়দ, সমাজসেবক ইসমাইল মোরশেদ, নুরুল আলম ও এয়াকুব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024