সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৫:২৬ অপরাহ্ন

শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে নিয়ে বৃহৎ জোট গঠনের চিন্তা করছে বিএনপি : সালাহউদ্দিন বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব সমস্যায় জর্জরিত চিকিৎসা ব্যবস্থার পুরো সিস্টেম : স্বাস্থ্য উপদেষ্টা প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের জন্য ফিডিং কার্যক্রম নভেম্বরে শুরু মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় মামলা নির্বাচনের আগে জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা হওয়া দরকার: নুর ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ থাকতে হবে: গোলাম পরওয়ার অস্ট্রেলিয়ায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত সেবামূলক প্রতিষ্ঠানকে নির্বাচনী দায়িত্ব না দেওয়ার বিএনপি’র অযৌক্তিক আহ্বানে উদ্বেগ প্রকাশ নভেম্বরে ওমরাহ করতে যাবেন তারেক রহমান

তিতুমীর শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, মহাখালীতে বিজিবি মোতায়েন

মহাখালী রেলগেট এলাকায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) চার প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। রেল রেলগেটের বিপরীত পাশে অবস্থান নিয়েছেন বিজিবি সদস্যরা।

সোমবার বিকেল ৪টা ১৫ মিনিটের দিকে ঘটনাস্থলে আসেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মো. শরীফুল ইসলাম।

 

তিনি বলেন, মহাখালীতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে মিছিল নিয়ে রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। তাৎক্ষণিকভাবে লাল পতাকা দেখিয়ে রেললাইন ধরে সামনের দিকে এগিয়ে যান উপস্থিত রেলকর্মীরা।

পরে লাইনে উপকূল এক্সপ্রেস ট্রেনের চালক লাল পতাকা দেখে ধীরে ধীরে ট্রেনের গতি থামিয়ে মহাখালী রেলগেটের কাছাকাছি এসে ট্রেনটি থামাতে সক্ষম হন। 

এর আগে, ঢাকা থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস ট্রেনটি মহাখালী থেকে ফেরত গেছে।

ট্রেনটির লোকোমাস্টার লতিফ বলেন, ট্রেন আটকে দেওয়ার ঘটনাটি তাৎক্ষণিকভাবেই ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি। তারা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য।

সেই অনুযায়ী এখন ট্রেন পেছানো হচ্ছে। 

 

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025