Editor Panel
- ৪ জুলাই, ২০২৫ / ৬ Time View
আফগানিস্তানের তালেবান সরকারকে বিশ্বের প্রথম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল রাশিয়া। বৃহস্পতিবার (৩জুলাই) মস্কোয় নিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণ করেন রুশ কূটনৈতিক কর্তৃপক্ষ, যা কার্যত তালেবান প্রশাসনের স্বীকৃতি সিলমোহর।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, “ইসলামী আমিরাত আফগানিস্তানের সরকারের সঙ্গে সন্ত্রাসবিরোধী অভিযান, মাদক দমন ও নিরাপত্তা–সহ দ্বিপক্ষীয় সব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে। জ্বালানি, কৃষি ও অবকাঠামো খাতেও বিপুল সম্ভাবনা দেখা যাচ্ছে।আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি মস্কোর পদক্ষেপকে “সাহসী ও যুগান্তকারী” বলে আখ্যা দিয়েছেন। তাঁর আশা, রাশিয়ার দৃষ্টান্ত অন্যান্য দেশকেও তালেবান সরকারকে স্বীকৃতি দিতে প্রণোদিত করবে।
ইতিহাসের উত্থান–পতন
সোভিয়েত–আফগান যুদ্ধ (১৯৭৯‑১৯৮৯) রাশিয়া–কাবুল সম্পর্কে রক্তাক্ত অধ্যায় হলেও ২০২৫ সালের এপ্রিলে মস্কো তালেবানকে সন্ত্রাসী তালিকা থেকে বাদ দেয়। এরপর থেকে আফগানিস্তান রাশিয়া থেকে গ্যাস, তেল ও গম আমদানি করছে।
আইএস‑খোরাসানের ক্রমবর্ধমান হুমকির মুখে দু’দেশের নিরাপত্তা সহযোগিতা আরও ঘনিষ্ঠ হয়েছে।আন্তর্জাতিক প্রতিক্রিয়া
যুক্তরাষ্ট্র তালেবানের শীর্ষ নেতৃত্বের ওপর নিষেধাজ্ঞা ও আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ জব্দ করে রেখেছে। নারীর শিক্ষা ও চলাচলে বাধা—এই মানবাধিকার ইস্যুই এখন পর্যন্ত তালেবান স্বীকৃতির বড় বাধা। রাশিয়ার পদক্ষেপে এ দূরত্ব কমবে, নাকি নতুন মেরুকরণ তৈরি হবে—তার দিকেই তাকিয়ে বিশ্ব কূটনীতি।
সোর্স : রয়টার্স