শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০২:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ৩০ জন নিহত, রেড অ্যালার্ট জারি জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে: সেলিম উদ্দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের ৮ম দিনের বৈঠক চলছে কব্জিকাটা গ্রুপের অন্যতম প্রধান টুন্ডা বাবু গ্রেফতার দেশে নারী-শিশু নির্যাতন মহামারি পর্যায়ে: উপদেষ্টা পরিবেশ রক্ষায় সুইডেনের সহায়তায় বিশেষ প্রকল্প গ্রহণ করছে বাংলাদেশ সাবেক এমপি শম্ভুর জমি ক্রোক ‍ও ১৬ ব্যাংক হিসাব ফ্রিজ সংখ্যানুপাতিক নির্বাচনের জন্য সংসদের সিদ্ধান্ত প্রয়োজন : আমীর খসরু কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে : নাহিদ ইসলাম

কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে এনসিপির বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি।

বুধবার (২ জুলাই) দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা। এর আগে, এদিন রাত ১১টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পেছনের দিকের এক অংশ ভেঙে যায়।

এনসিপির যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন কালের ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এনসিপি কার্যালয়ের সামনে আমাদের জুলাই চিত্র প্রদর্শনী চলছিল। এ সময় প্রদর্শনীর স্ক্রিনের ওপর হঠাৎ বোমা হামলার ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, বোমাটি ককটেল ছিল।

এ ঘটনায় স্প্যান পরিচালনার দায়িত্বে থাকা একজন আহত হয়েছেন। এছাড়া আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে।তিনি আরও জানান, এ ঘটনায় রাত সাড়ে ১২টায় এনসিপির প্রধান কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024