মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৯ অপরাহ্ন
আগামী ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস উদযাপন এবং ১৬ জুলাই ‘জুলাই শহীদ’ দিবস পালন করা হবে। ৮ আগস্টের জন্য কোনো বিশেষ উদযাপন থাকবে না।
রোববার (২৮জুন) রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।
তিনি ফেসবুকে লেখেন, উপদেষ্টা পরিষদ ১৬ জুলাই শহীদ দিবস এবং ৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট গঠিত হয় অন্তর্বর্তী সরকার। সেই ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে মন্ত্রিপরিষদ বিভাগ পরিপত্র জারি করে। তবে এই ঘোষণা নিয়ে আপত্তি জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষস্থানীয় সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
অন্যদিকে, আমরা বেঁচে থাকতে ৮ আগস্টকে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করতে দেওয়া হবে না। সরকার এমন কিছু করলে ঐদিন সারাদেশে পালিত হবে বিপ্লব-বেহাত দিবস বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদী।