মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১২:৫৭ অপরাহ্ন
দলটির প্রতিষ্ঠাতা ইমরান বর্তমানে নানা অভিযোগে কারাভোগ করছেন। তাকে সরিয়ে দেয়ার কোনো চেষ্টাই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন পিটিআইয়ের অন্য নেতারা।
পিটিআই তাদের প্রতিষ্ঠাতা ইমরান খানকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য চলমান ‘সুসংগঠিত প্রচারণা’কে তীব্রভাবে প্রত্যাখ্যান করেছে। ‘মাইনাস ইমরান’ ফর্মুলার নতুন করে গুঞ্জন শুরু হওয়ার প্রেক্ষিতে পিটিআই জোর দিয়ে বলেছে যে ইমরান খান নিজেই দল এবং তাকে ‘মাইনাস’ নয়, বরং ‘মাল্টিপ্লাইড’ করা হয়েছে।
ইমরানের ক্রমাগত কর্তৃত্বের ওপর জোর দিয়ে তিনি পুনর্ব্যক্ত করেন, যদি প্রতিষ্ঠাতা সরকার শেষ করতে চান, আমি এক মিনিটের মধ্যে তা করতে পারি। এই সরকার তারই।
অন্যদিকে, দলের মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম পিএমএল-এন-এর আজমা বুখারী এবং তার মিত্রদের বিরুদ্ধে ‘পিটিআইকে ভেতর থেকে ভাঙার জন্য প্রাসাদ-সমর্থিত এজেন্ডা’ চালানোর অভিযোগ করেছেন।
এক বিবৃতিতে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আজমা বুখারী বলেছেন যে ইমরান খানকে “তার নিজের বোন এবং দলই কোণঠাসা করা হয়েছে। তিনি বলেন, ভাগ্যের পরিহাস দেখুন। যিনি নওয়াজ শরীফকে কোণঠাসা করতে চেয়েছিলেন, তিনিই এখন বাড়িতে এবং তার দলের মধ্যে কোণঠাসা হয়ে পড়েছেন।
আজমা অভিযোগ করেন, ইমরানের বোন আলেমা খান খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্র করছেন এবং গান্দাপুর নিজেই সম্প্রতি তার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন।
বুখারীর মন্তব্যের প্রতিক্রিয়ায়, পিটিআই অভিযোগ করেছে যে পুরো শাসক জোট ওয়াকাসের ভাষায় পুতুল ও দাসীদের দরবার — ‘মাইনাস ইমরান’ ধারণার প্রতি আচ্ছন্ন এবং এই প্রক্রিয়ায় তারা নিজেকেই অপমানিত করেছে।
একই সময়ে, গান্দাপুর সুপ্রিম কোর্টের বাইরে কথা বলতে গিয়ে সতর্ক করেছেন যে খাইবার পাখতুনখাওয়ায় আর্থিক জরুরি অবস্থা জারি করে পিটিআই-নেতৃত্বাধীন সরকারকে দখল করার একটি গোপন পরিকল্পনা চলছে। তিনি এই পদক্ষেপগুলোকে বাজেট প্রক্রিয়া থেকে ইমরান খানের ইচ্ছাকৃত বাদ দেওয়া এবং পর্দার আড়ালে ক্ষমতা দখলের চেষ্টার সঙ্গে যুক্ত করেছেন।
তিনি অভিযোগ করেন যে কিছু ব্যক্তি ইমরানের কারাবাসকে কাজে লাগিয়ে তাদের নিজস্ব এজেন্ডা এগিয়ে নিতে চেষ্টা করছেন। যখন প্রতিষ্ঠাতা মুক্ত হবেন, তখন এই এজেন্ডা-চালিত ব্যক্তিরা মুখোশ উন্মোচন হবে। জনগণ ইমরানকে দুর্বলকারীদের বিচার করবে।
তিনি আরও দাবি করেন যে বৈঠকগুলো ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হয়েছে এবং পরামর্শগুলো অবরুদ্ধ করা হয়েছে। আমাদের সরকার দখল করার একটি ষড়যন্ত্র চলছিল, কিন্তু তা ব্যর্থ হয়েছে।
ইমরানের সঙ্গে পরামর্শ ছাড়াই প্রাদেশিক বাজেটের দ্রুত পাসের বর্ণনা দিতে গিয়ে গান্দাপুর বলেন, আমাদের বাজেট সেরা – আমাদের শুধু ইমরানকে জানাতে হবে। সরকার হিসেবে আমাদের যেকোনো সময় এটি সংশোধন করার ক্ষমতা আছে। প্রতিষ্ঠাতার নির্দেশিত যেকোনো প্রয়োজনীয় পরিবর্তন বাস্তবায়ন করা হবে।
এদিকে, ইমরানের দলের সদর দপ্তর থেকে জারি করা এক সমান্তরাল প্রতিক্রিয়ায়, পিটিআই-এর কেন্দ্রীয় মুখপাত্র শেখ ওয়াকাস আকরাম সরাসরি পিএমএল-এন-এর আজমা বুখারীকে নিশানা করেন। বলেন, ইমরান খানকে ‘মাইনাস’ করার হতাশায় পুরো রাজদরবার লজ্জিত ও উন্মোচিত হয়েছে।
বিবৃতিতে শাসক জোটের বিরুদ্ধে পিটিআই প্রতিষ্ঠাতা কোণঠাসা করার প্রচেষ্টায় “সংবিধান, আইন, বিচার, গণতন্ত্র, মূল্যবোধ এবং মানবতাকে কবর দেওয়ার” অভিযোগ করা হয়েছে।
ওয়াকাস ঘোষণা করেন, আল্লাহর রহমতে ইমরান খান ‘মাইনাস’ হননি, বরং ‘মাল্টিপ্লাইড’ হয়েছেন এবং জাতি তাকে সবার উপরে স্থান দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দমন-পীড়ন ও ফ্যাসিবাদ সত্ত্বেও ইমরানের ক্রমবর্ধমান জনপ্রিয়তা শাসক শিবিরকে অস্থির করে তুলেছে।
তিনি সরকারি কর্মীদের বিরুদ্ধে পিটিআইকে বিভক্ত করতে এবং এর তৃণমূল ভিত্তি দুর্বল করতে বারবার চেষ্টা করার অভিযোগ করেন। তিনি বলেন, হতাশ ও পরাজিত পুতুলরা, অপমান ও হিস্টিরিয়ায় নিমজ্জিত হয়ে, এখন পিটিআই-এর মধ্যে বিভেদ ও মতবিরোধের ষড়যন্ত্র ছড়িয়ে তাদের লজ্জা ঢাকতে চাইছে।
ওয়াকাস দাবি করেন যে গত তিন বছরে “সংবিধান ও গণতন্ত্র রক্ষাকারী একটি দলের ঐক্য ভাঙার” প্রতিটি পরিকল্পনা ব্যর্থতা ও অপমানে পর্যবসিত হয়েছে। তিনি যোগ করেন, ইমরান খান শুধু পিটিআই-এর নেতা নন। তিনি জাতির নেতা। নোংরা কৌশল এবং প্রাসাদ ষড়যন্ত্র সত্ত্বেও ইমরান খান পাকিস্তানের আশা।
তিনি বলেন, দল আগের মতোই এই ঝড় মোকাবিলা করবে। আগের প্রতিটি চ্যালেঞ্জের মতো ঐক্যবদ্ধভাবে আমরা এবারও তা করব। শাসকগোষ্ঠীর দাসীরা আবার ঘুমাতে পারবে না।
সূত্র: পাকিস্তান টুডে