মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন

শিরোনাম :

ইরানের কারাগারে ইসরায়েলি হামলা ‘আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন’: জাতিসংঘ

ইরানের রাজধানী তেহরানের প্রসিদ্ধ এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর। গত সোমবারের (২৩ জুন) এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের ‘গুরুতর লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে সংস্থাটি।

জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র থামিন আল-খিতান জেনেভায় সাংবাদিকদের বলেন, এভিন কারাগার কোনো সামরিক লক্ষ্যবস্তু নয়। ফলে এতে হামলা করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন।

হামলায় কতজন নিহত বা আহত হয়েছেন, সে সম্পর্কে বিস্তারিত না জানালেও ইরানের বিচার বিভাগ জানিয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে।

ইরানের বিচার বিভাগীয় বার্তা সংস্থা মিজান জানিয়েছে, এভিন কারাগারের বন্দিদের তেহরান প্রদেশের অন্যান্য স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024