মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৭:৪২ অপরাহ্ন

শিরোনাম :

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি

সংবাদ সংস্থা রয়টার্স মার্কিন সামরিক কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, কাতারে আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের কেউ হতাহত হয়নি।

ওই কর্মকর্তা নিশ্চিত করেছেন যে কাতারের রাজধানী দোহার ঠিক বাইরে অবস্থিত ঘাঁটিতে কোনও প্রভাব পড়েনি।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা আরও বলেছেন, আজ ইরান থেকে আসা স্বল্প-পাল্লার এবং মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ করেছে।

তিনি জানান, এই মুহূর্তে, মার্কিন হতাহতের কোনও খবর নেই।

আমরা এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং পরে আরও তথ্য সরবরাহ করব।সূত্র: আল জাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024