মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন

শিরোনাম :

মিরপুরে ছাত্রলীগের ৪ কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকা থেকে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের চার কর্মীকে বিস্ফোরক ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানা পুলিশ।

গ্রেফতাররা হলো- শুক্কর (১৯), জিহাদ (১৯), রাহিম (১৯) ও সুমন (১৮)।

শনিবার (২১ জুন) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

মিরপুর থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, ছাত্রদলের আয়োজিত একটি মিছিলে নাশকতার উদ্দেশ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কতিপয় নেতাকর্মী মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আশপাশে এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত সেখানে পৌঁছায় মিরপুর মডেল থানার একটি টিম। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অনেকে পালিয়ে গেলেও শুক্কর, জিহাদ, রাহিম ও সুমন নামের চারজনকে গ্রেফতার করা সম্ভব হয়।

এ সময় তাদের কাছ থেকে দুইটি তাজা ককটেল, একটি লোহার চাপাতি, দুইটি চাকু, একটি লোহার দা, একটি স্টিলের পাইপ, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি চেইন স্পোকেট উদ্ধার করা হয় হয় বলেও জানান তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে তিনি বলেন, গ্রেফতাররা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। তারা ফ্যাসিস্ট সরকারের বিচারের দাবিতে আয়োজিত মিছিলে নাশকতার উদ্দেশ্যে স্লোগান দিয়ে পাল্টা মিছিল করছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে নিয়মিত মামলা করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024