মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৫৬ অপরাহ্ন

শিরোনাম :

জামায়াত প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না: নূরুল ইসলাম বুলবুল

জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতি করে না, করবেও না। এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী শত জুলুম নির্যাতনের পরও কখনো নিজের হাতে আইন তুলে নেয়নি। জামায়াতে ইসলামীর উদারতাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। প্রতিটি জুলুম, নির্যাতন, খুন, গুমের জবাব দেওয়ার মতো সক্ষমতা জামায়াতে ইসলামীর ছিল এবং আছে। কিন্তু জামায়াতে ইসলামী আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন নিজ হাতে তুলে নেয়নি।

শুক্রবার (২০ জুন) বিকেলে ঢাকা-৫ (যাত্রাবাড়ী- ডেমরা- কদমতলীর একাংশ) আসনের ভোটকেন্দ্র কমিটির দায়িত্বশীল সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামী জনগণের অধিকার কেড়ে নেয়নি উল্লেখ করে নূরুল ইসলাম বুলবুল বলেন, অনেককে ক্ষমতার জন্য জনগণের অধিকার হরণ করতে দেখা যায়। নাগরিক যাতে সেবা নিতে না পারে সেজন্য রাষ্ট্রীয় স্থাপনায় তালা মেরে জনগণের দুর্ভোগ সৃষ্টি করতেও তারা দ্বিধাবোধ করেনি। এসব কর্মকাণ্ডে দলের শীর্ষ নেতৃত্বের নীরবতায় জাতি ক্ষুব্ধ। তারা জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করছে, জামায়াতে ইসলামী জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করছে। দেশবাসীর যেকোন প্রয়োজনে দুর্যোগ, দুর্দিনে জামায়াতে ইসলামী সবার আগে, সবখানে জনগণের পাশে দাঁড়িয়েছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী বিশ্বাস করে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিক সমান। সেজন্য জামায়াতে ইসলামী সব নাগরিকের কল্যাণে ও প্রয়োজনে সমান দায়িত্ব পালন করছে। দেশবাসী আগামীতে জামায়াতে ইসলামীকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠী নির্বিশেষে সব নাগরিকের অংশগ্রহণে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র জাতিকে উপহার দেওয়া হবে।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি, ঢাকা-৫ আসনে জামায়াতের সম্ভাব্য মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন বলেন, ঢাকা-৫ সংসদীয় এলাকার মানুষ সারাদেশের মতোই অধিকারহারা ছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের জুলুমের শিকার হয়েছে। ফ্যাসিবাদমুক্ত করতে সারাদেশের মধ্যে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এই এলাকার মানুষ। যাত্রাবাড়ী অঞ্চল ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিপীড়নের প্রধান টার্গেট।

জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও ঢাকা- ৫ আসনের পরিচালক অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে এবং ডেমরা মধ্য থানা আমির মোহাম্মদ আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেমরা দক্ষিণ থানা আমির মেছবাহ উদ্দিন মীর্জা হেলাল, ডেমরা উত্তর থানার আমির মাওলানা মিজানুর রহমান, ডেমরা পূর্ব থানার আমির মোজাফফর হোসেন এবং ডেমরা পশ্চিম থানা আমির মাওলানা দেলোয়ার হোসাইনসহ থানা সেক্রেটারীরা এবং ওয়ার্ড ভিত্তিক কাউন্সিলর প্রার্থীগণ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024