Editor Panel
- ২১ জুন, ২০২৫ / ৫৪ Time View
ইরানের ভূখণ্ডে ইসরায়েলের সামরিক আগ্রাসনের নিন্দা জানিয়েছেন জাতিসংঘের বিশেষজ্ঞরা। ইরানে ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন বলে মন্তব্য করেছেন তারা। একইসঙ্গে দুই পক্ষের চলমান সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
শুক্রবার এক বিবৃতিতে জাতিসংঘের বিশেষজ্ঞরা বলেছেন, ইসরায়েলের আক্রমণ এবং ইরানের প্রতিক্রিয়া একে অপরের ভূখণ্ডে ধারাবাহিক আক্রমণের মধ্যদিয়ে বহু বেসামরিক নাগরিকের হতাহতের ঘটনা ঘটিয়েছে।
এই ধ্বংসাত্মক সহিংসতাময় পরিস্থিতিতে আমরা গভীর উদ্বেগ জানাচ্ছি। খবর আল-জাজিরার।তারা বলেন, আমরা নারী ও শিশুদের মৃত্যু এবং আহতের বিষয়ে জানতে পেরে বিশেষভাবে শঙ্কিত।
ইরানের ওপর ইসরায়েলের প্রথম হামলার সময় নিয়েও প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা।
কারণ এর কিছুক্ষণ আগেই মার্কিন ও ইরানের প্রতিনিধিরা পারমাণবিক আলোচনায় অংশ নিতে যাচ্ছিলেন।তারা বলেন, ইসরায়েলের এমন কর্মকাণ্ডে মধ্যপ্রাচ্য এবং এর বাইরে শান্তি ও নিরাপত্তা হুমকি আরও বাড়িয়ে তোলে।
সূত্র : আল-জাজিরা