রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

টানা ৭ম দিনের মতো হামলা-পাল্টা হামলার মধ্যে ইসরায়েলে বিভিন্ন স্থান লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

শুক্রবার ইসরায়েলের বিভিন্ন প্রান্তে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।

কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, জেরুজালেম এবং তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য কাজ করছে।

সূত্র : আল-জাজিরা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024