রবিবার, ০৬ Jul ২০২৫, ০৪:৫০ পূর্বাহ্ন

আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছুড়েছে ইরান

আবারও ইসরায়েলকে লক্ষ্য করে মিসাইলের বহর ছুড়েছে ইরান। গত শুক্রবার থেকে ইসরায়েলের দিকে ছোড়া ইরানের এটি দশম মিসাইল ও ড্রোনের বহর।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এই মিসাইল ব্যারেজ ছোড়ে ইরানি সশস্ত্র বাহিনী।

নতুন দফায় ইরানের বিভিন্ন অঞ্চল থেকে সমন্বিতভাবে মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরানি বাহিনী।

প্রতিশোধমূলক হামলার নতুন এই বহরে ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটির বিরুদ্ধে একটি বড় ধরনের অভিযান চালানো হচ্ছে বলে ইরানি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।

এদিকে, এরই মধ্যে ইরানি হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দখলদার ইসরায়েলের বিভিন্ন শহরের স্থাপনা। তবে ধ্বংসযজ্ঞের চিত্র যাতে পুরোপুরি প্রকাশ্যে না আসে, সেজন্য ইসরায়েলি কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যমের লাইভ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে।

এর আগে এক বিবৃতিতে ইরানি সশস্ত্র বাহিনী দাবি করে, বিগত ২৪ ঘণ্টায় ২৮টি শত্রু বিমান চিহ্নিত করে সেগুলো গুলি করে ভূপাতিত করেছে ইরানি বাহিনী।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024