রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ অপরাহ্ন

শিরোনাম :
ভোটের রাজনীতিতে ‘গেম চেঞ্জার’ হতে পারে জামায়াতের মহিলা বিভাগ সাবেক ভূমিমন্ত্রীর বিদেশে সম্পদ অর্জনের ২৩ বস্তা আলামত জব্দ জুলাই স্মৃতি জাদুঘরে থাকবে ১৬ বছরের দুঃশাসনের চিত্র আজ রাতে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা ইসলামি শক্তির মধ্যে অনৈক্য সৃষ্টিকারী বক্তব্য থেকে বিরত থাকা উচিত: আব্দুল হালিম আল্লাহর আইন প্রতিষ্ঠায় মাঠে ওলামাদের বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে: হামিদুর রহমান আযাদ শেষ ওভারের নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ এক মাস স্থগিত: নৌ উপদেষ্টা পিআর পদ্ধতিতে ভোট হলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা আছে: মান্না ডাকসু-জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে: জামায়াত আমির

সাদ্দাম হোসেনের মতো পরিণতি হতে পারে খামেনির: ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনিকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ।

তিনি বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হামলা চলবে ও খামেনি যদি ইসরায়েলের বিরুদ্ধে বর্তমান অবস্থান বজায় রাখেন, তবে তার পরিণতিও হতে পারে ইরাকের সাবেক শাসক সাদ্দাম হোসেনের মতো।

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে কাতজ বলেন, আমি ইরানি শাসককে সতর্ক করে দিচ্ছি, তিনি যেন যুদ্ধাপরাধ করা এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া বন্ধ করেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির পক্ষে নন। বরং ইরানের পরমাণু ইস্যুর একটি স্থায়ী ও বাস্তব সমাধান চান। কানাডায় অনুষ্ঠিত জি৭ সম্মেলন থেকে আগেভাগেই ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আমি কখনোই যুদ্ধবিরতির কথা বলিনি। আমি চাই পুরোপুরি একটি সমাপ্তি, অর্থাৎ পরমাণু অস্ত্রের সম্পূর্ণ ত্যাগ।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024