মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন
এবার ইরানের আকাশসীমাতেই তাদের দুই যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইসরায়েল।
সোমবার ইসরায়েলে সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফ্রিন সোমবার জানান, ইসরায়েলি বিমান বাহিনী ইরানের আকাশসীমাতেই ইরানেরে দুইটি এফ-১৪ (টমক্যাট) যুদ্ধবিমানকে আক্রমণ চালিয়ে ধ্বংস করেছে। খবর সিএনএন এর।
এসময় গাজায় থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্দেশে তিনি আরও বলেন, আপনারা যদি আমাকে শুনতে পান তবে আমি বলব, আমরা আপনাদের ভুলে যাইনি।
এর আগে, সোমবার দিবাগত রাতে ইরান আবারও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী।
জাগোনিউজের খবর পেতে ফলো করুন আমাদের গুগল নিউজ চ্যানেল।
তারা জানায়, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র শনাক্তের পর সেগুলো প্রতিহত করতে কাজ করছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।