মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

শিরোনাম :

ইসরায়েলের হামলায় ইরানি সেনা ও বিজ্ঞানীদের মৃত্যুতে জামায়াতের শোক

ইরানে ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীদের নিহতের ঘটনায় গভীর শোক ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, ১৩ জুন শুক্রবার ভোর ৪টার দিকে ইরানের রাজধানী তেহরানের সামরিক, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র ফ্যাক্টরিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায়। এতে রেভল্যুশনারি গার্ডের প্রধান হোসেইন সালামি, সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মাদ বাঘেরি, খতম-আল আনবিয়া হেডকোয়ার্টারের কমান্ডার ঘোলামালি রশিদ এবং শীর্ষ পরমাণু বিজ্ঞানী ফেরেদুন আব্বাসিসহ আরও অনেকে নিহত হন। নিহতদের মধ্যে আয়াতুল্লাহ খামেনির শীর্ষ উপদেষ্টা শামখানিও রয়েছেন।

বিবৃতিতে অধ্যাপক পরওয়ার বলেন, এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। আমরা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শহীদ হিসেবে কবুল করার জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করছি। পাশাপাশি তাদের পরিবার-পরিজন, সহকর্মী ও পুরো ইরানি জাতিকে মহান আল্লাহ ধৈর্য ধারণের তাওফিক দান করুন।

বিবৃতিতে আরও বলা হয়, আমরা আশা করি ইরানের জনগণ ও সরকার এই শোক কাটিয়ে উঠবে এবং এই হামলার উপযুক্ত জবাব দিতে সক্ষম হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024