বুধবার, ০২ Jul ২০২৫, ০২:০৩ পূর্বাহ্ন

কলম্বিয়ার রাজধানীতে শক্তিশালী ভূমিকম্প

কলম্বিয়ার রাজধানী বোগোতাতে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রবিবার (৮ জুন) ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো শহরটি।

বার্তসংস্থা এএফপির প্রতিবেদক জানিয়েছেন, ভূমিকম্পের সময় রাজধানীর ভবনগুলো কাঁপতে থাকে। ওই সময় শহরজুড়ে সাইরেন বেজে ওঠে।

নিরাপত্তার কথা বিবেচনা করে তাৎক্ষণিকভাবে মানুষ ভবন থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিসএ) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৩। তবে জর্মানির ভূ-বিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পের মাত্রাটি ছিল ৬ দশমিক ৫। আর ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে।

সূত্র: আলজাজিরা

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024