বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ১০:২৬ অপরাহ্ন

৮৯ শতাংশ ইসরাইলিই মনে করে, গাজায় তারা ব্যর্থ : জরিপ

ইসরাইলের ৮৯ শতাংশ মানুষ মনে করে, গাজায় তাদের বাহিনী সফল হতে পারেনি। সম্প্রতি দেশটির জরিপ সংস্থা লেজার রিসার্চের এক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

ইসরাইলি সংবাদমাধ্যম ম্যারিভ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি লেজার রিসার্চ একটি জরিপ চালিয়েছে। এতে গাজা যুদ্ধ সম্পর্কে ইসরাইলি জনসাধারণের মতামত যাচাইয়ের চেষ্টা করা হয়েছে। এতে দেখা গেছে, ৫৭ শতাংশ ইসরাইলি মনে করে যে গাজা যুদ্ধে তাদের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জিত হয়নি। এদিকে, ৩২ শতাংশ ইসরাইলি ভাবছে, গাজায় তাদের কোনো লক্ষ্যই অর্জিত হয়নি। আর মাত্র ৪ শতাংশ ইসরাইলি মনে করে যে গাজায় তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ায় ইসরাইলের দুই তৃতীয়াংশ মানুষ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ চায়। সম্প্রতি চ্যানেল ১২ এর এক জরিপে এমন তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, ইসরাইলের দুই তৃতীয়াংশ মানুষ মনে করে যে প্রধানমন্ত্রীর উচিৎ সেনাপ্রধান হারজি হালেভির পদাঙ্ক অনুসরণ করে পদত্যাগ করা এবং এটি মানুষকে জানিয়ে দেয়া।

জরিপে ৬৩ শতাংশ মানুষ জানিয়েছে যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিৎ। আর মাত্র ২৭ শতাংশ মানুষ তার প্রধানমন্ত্রী পদে বহাল থাকার পক্ষে মত দিয়েছে। আর ১০ শতাংশ মানুষ কোনো প্রতিক্রিয়া জানায়নি।

তবে জোটের ভোটারদের মধ্যেও দেখা গেছে যে ৩৩ শতাংশ ভোটার নেতানিয়াহুর পদত্যাগ চায়। আর ৫৩ শতাংশ মানুষ তাকে এই পদেই দেখতে চান। আর ১৪ শতাংশ ভোটার এ বিষয়ে কোনো মতামত দেয়নি।

এদিকে, বিরোধী দলীয় ভোটারদের ৯২ শতাংশ মনে করেন যে নেতানিয়াহুর পদত্যাগ করা উচিৎ।

হামাসের হামলা থেকে নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়ার দায় কার, এ বিষয়ে প্রশ্ন করা হলে জরিপে ৫২ শতাংশ মানুষ সেনাবাহিনী ও গভরমেন্ট উভয়ের উপর দায় দিয়েছে। তবে ২০ শতাংশ নাগরিক এক্ষেত্রে গভরমেন্টের উপর এককভাবে দায় চাপিয়েছে। অবশ্য ১২ শতাংশ মানুষ এককভাবে সেনাবাহিনীকেও অভিযুক্ত করেছে। আর মাত্র ৯ শতাংশ মানুষ বলেছে যে শিন বেট নিরাপত্তা পরিষেবা এই ব্যর্থতার জন্য সম্পূর্ণরূপে দায়ী। আর ৭ শতাংশ মানুষ এ বিষয়ে তাদের মতামত জানায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যে বন্দীদের মুক্তি নিশ্চিত করার জন্য তারা কাকে বেশি বিশ্বাস করেন জানতে চাইলে ৫৩ শতাংশ উত্তরদাতা বলেছেন, এ বিষয়ে তারা ট্রাম্পকেই বেশি বিশ্বাস করেন। অবশ্য ২৩ শতাংশ মানুষ নেতানিয়াহুর কথাও বলেছেন। আর ২৪ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেয়নি।

সূত্র : আল জাজিরা ও অন্যান্য

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025