সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন

জাপানে ৬.১ মাত্রার ভূমিকম্প

জাপানের হোক্কাইডো অঞ্চলে শনিবার (৩১ মে) স্থানীয় সময় দুপুরে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ১। উপকেন্দ্র ছিল হোক্কাইডোর পূর্ব উপকূলের কাছে, আর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

যদিও কম্পনটি ছিল শক্তিশালী, তবে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি বলে জানিয়েছে জেএমএ।

এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। 

এই বড় ভূমিকম্পের আগে হোক্কাইডোতে ৪.৪ মাত্রার একটি ভূমিকম্প এবং কয়েকটি আফটারশক অনুভূত হয়। এরপর দুপুর ২টা ১৯ মিনিটে আঘাত হানে মূল ভূকম্পনটি।

একই দিন বিকেলেও জাপানের অন্যান্য অঞ্চলেও কম্পন অনুভূত হয়। বিকেল ৪টা ৪৫ মিনিটে শিকোকু উপকূলে ৩.৫ মাত্রার এবং কুশিরোতে ৫টা ৭ মিনিটে ৪.৭ মাত্রার দুটি ভূমিকম্প হয়। 

সবগুলো ভূমিকম্পের পরই স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে এবং ক্ষয়ক্ষতি বা আহতের তথ্য জানার জন্য তৎপর রয়েছে। প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় বলয়ের ওপর অবস্থিত জাপানে ভূমিকম্প প্রায় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024