সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পূর্বাহ্ন

ভারতের অধিকারভুক্ত নদীর পানি পাকিস্তান পাবে না: মোদী

ভারতের অধিকারভুক্ত নদীগুলোর পানি পাকিস্তান আর পাবে না বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২২ মে) রাজস্থানের এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।

কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার পর পাকিস্তানের সঙ্গে করা সিন্ধু পানি চুক্তি থেকে সরে আসে ভারত। এই চুক্তির অধীনে পাকিস্তানে পানি দেওয়া হতো।

১৯৬০ সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় সই হওয়া সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের কৃষি ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দেশটির কৃষিজমির ৮০ শতাংশই ভারতের দিক থেকে আসা তিনটি নদীর পানির ওপর নির্ভরশীল। তবে পাকিস্তানের অর্থমন্ত্রী সম্প্রতি জানিয়েছেন, চুক্তি স্থগিতে তাৎক্ষণিক কোনো প্রভাব পড়বে না।

এপ্রিলের ওই হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই হিন্দু পর্যটক ছিলেন। ভারত এই হামলার জন্য পাকিস্তান-সমর্থিত গোষ্ঠীকে দায়ী করে। যদিও ইসলামাবাদ সে অভিযোগ প্রত্যাখ্যান করে।

এরপর দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে ৩০ বছরের মধ্যে সবচেয়ে তীব্র সামরিক উত্তেজনা দেখা দেয়, যা শেষ পর্যন্ত ১০ মে একটি যুদ্ধবিরতির মাধ্যমে প্রশমিত হয়।

রাজস্থানে দেওয়া বক্তব্যে মোদী বলেন, প্রতিটি হামলার জন্য পাকিস্তানকে বড় মূল্য দিতে হবে, তার সেনাবাহিনীকে দিতে হবে, তার অর্থনীতিকে দিতে হবে।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ডাচ সংবাদমাধ্যম এনওএস-কে বলেন, বর্তমানে সীমান্তে কোনো গোলাগুলি চলছে না এবং কিছু সেনা অবস্থানে পুনর্বিন্যাস করা হয়েছে। তবে সামরিক অভিযান চালু রয়েছে। “২২ এপ্রিলের হামলার মতো কোনো ঘটনা ঘটলে প্রতিক্রিয়া হবে। আমরা জঙ্গিদের লক্ষ্য করেই হামলা করব। তারা যদি পাকিস্তানে থাকে, আমরা সেখানেই আঘাত করবো।

মোদী ও জয়শঙ্করের এই বক্তব্যের পর পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024