মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

শিরোনাম :

সাম্য হত্যা-ঢাবি ভিসি-প্রক্টরের পদত্যাগ দাবি, ছাত্রদলের কালোব্যাজ ধারণ

ঢাবি শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে কালোব্যাজ ধারণ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্রদল।

কর্মসূচি থেকে সাম্য হত্যার বিচার এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভের ডাক দেয় ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাসভবনের সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১১টা থেকে উপাচার্য বাসভবনের সামনে জড়ো হতে থাকেন সংগঠনটির নেতাকর্মীরা। দুপুর সোয়া ১টা পর্যন্ত সেখানে অবস্থান নিয়ে সমাবেশ করেন তারা।

কর্মসূচিতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি শাখা ছাত্রদল সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সংগঠনটির মহানগরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদেরও অংশ নিতে দেখা গেছে।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘আমাদের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘সাম্য ভাইয়ের রক্ত, বৃথা যেত দেবো না’, ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কঅ করে’ সহ নানা নস্লোগান দেন।

সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সম্মানিত মানুষ। তিনি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে পদত্যাগ করবেন। সাম্য হত্যার কোনো খুনির গায়ে ছাত্রদলের কেউ হাত দেয়নি। আমরা মব জাস্টিসে বিশ্বাসী না। এ সময় তিনি ঢাবির ভিসির পদত্যাগ চান।

নিহত শাহরিয়ার আলম সাম্যের আত্মার মাগফেরাত কামনায় শুক্রবার (১৬ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মিলাদের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024