মঙ্গলবার, ০১ Jul ২০২৫, ১০:২২ অপরাহ্ন
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও এর অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যে রবিবার রাতের সংঘর্ষের ঘটনায় সাংবাদিক ও পথচারীসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ২৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
গুরুতর তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ভর্তিকৃতরা হচ্ছেন, রাকিব, উজ্জ্বল ও সাঈদ মুন্সী।
আহতরা হচ্ছেন-রিপন চৌধুরী, ইরফান(২০), পথচারী উজ্জল (৩২), আশরাফ(২০), মেহেদি(২৩), ফয়সাল আহমেদ(২২), সাদ (২২), হৃদয়(২৩), মাহিন(২২), ইসমাইল, ইমতিয়াজ, তোফায়েল আহমেদ, উজ্জল(২৫), ইব্রাহিম (২৩), রিশাদ (২৩), মিরাজ(২৩), আমানুল্লাহ(২২), হিমু(২৩), সাব্বির হোসেন(২৪), রাকিব(২৪) সহ ২৫ জন।
আহতরা রাতে ঢামেকে চিকিৎসা নিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।