শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালো আরও কমপক্ষে ৭১ ফিলিস্তিনি চট্টগ্রামে মৃদু ভূমিকম্প, আতঙ্কে বাসার বাইরে ছুটে আসেন অনেকে জুলাই গণঅভ্যুত্থান -মাথায় খুলি না থাকা শিশুর কথা বর্ণনায় কান্নাজড়িত কণ্ঠ ফখরুলের চিকিৎসার খোঁজ নেওয়ায় প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জামায়াত আমিরের বাইপাস সার্জারির জন্য হাসপাতালে ভর্তি জামায়াত আমির জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে ক্ষতিপূরণের মামলা করবে জামায়াত আগামী নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ: তারেক রহমান জুলাই সনদ নিয়ে আমাদের সম্মতিই আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন কিছুদিনের মধ্যেই নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা

অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় নির্বাচন চায় জামায়াত

অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচন করতে হবে এবং সংস্কার শেষ করে জাতীয় নির্বাচন করতে হবে। এমন দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে একটি হোটেলে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে রাজনৈতিক দলসমূহের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

 

হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচন ব্যবস্থা ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়া সম্পন্ন হয়ে উঠতে পারে না। আবার এটিও একমাত্র সমাধান নয়। এর সঙ্গে অনেক কিছু যুক্ত রয়েছে। ইউএনও ও জেলা প্রশাসকদের স্যার বলা উচিত নয়। বরং তাদেরই উচিত জনগণকে স্যার বলা।

এমপিরা সংসদের আইন প্রণয়নে ভূমিকা পালন করবেন। স্থানীয় সরকার ব্যবস্থার ওপর প্রভাব বিস্তার করতে পারবে না বলেও মরে করেন জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024