শনিবার, ০৯ অগাস্ট ২০২৫, ০৫:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
নির্বাচনের মধ্য দিয়ে কল্যাণ রাষ্ট্র গড়ে তুলবো: তারেক রহমান একাত্তরের পক্ষে-বিপক্ষের রাজনীতি নতুন প্রজন্ম গ্রহণ করতে রাজি নয়: নাহিদ ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন -জুলাই ঘোষণাপত্র আকাঙ্ক্ষার বাস্তবায়ন অনিশ্চিত করে তুলেছে গাজীপুরে সাংবাদিক হত্যা জাতির জন্য অশনি সংকেত: জামায়াত সেক্রেটারি বিশ্বসভ্যতায় মুসলমানদের অবদান ওমরাহ ও হজযাত্রীদের জন্য সুখবর জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোট চায় কিছু রাজনৈতিক দল : মেজর হাফিজ এখনো অনেক সচিব নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক বন ও পরিবেশ সুরক্ষায় মন্ত্রণালয়ের এক বছরের উদ্যোগ এআইয়ের অপব্যবহার রোধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ হবে : ইসি

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব: আমীর খসরু

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, আওয়ামী লীগের বিচার করবে বিচার বিভাগ, উদ্যোগ নিতে হবে সরকারকে। রোববার (২০ এপ্রিল) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণ অধিকারের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

বৈঠকে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং বরকত উল্লাহ বুলু। গণঅধিকার পরিষদ থেকে উপস্থিত ছিলেন সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, মাহফুজ রহমান খান প্রমুখ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠক শেষে বলেন, আমরা ৩১ দফা নিয়ে আলোচনা করেছি এবং ঐকমত্যের ভিত্তিতে সরকারের কাছে এর বাস্তবায়নের জন্য একটি রূপরেখা তুলে ধরেছি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন ডিসেম্বরের মধ্যে ঘোষণা করা জরুরি। আমরা বিশ্বাস করি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বৈঠকে বলেন, একটি অনির্বাচিত সরকারের হাতে দেশ কখনও নিরাপদ হতে পারে না। আমরা গণতন্ত্রের ভবিষ্যতের জন্য নির্বাচন চাই।

এর আগে রাজধানীর একটি হোটেলে বাম দলের নেতাদের সঙ্গে বৈঠক করে বিএনপির লিয়াঁজো কমিটি সদস্যরা। এসময় সংস্কার ও নির্বাচন প্রতিপক্ষ না বানিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে যতগুলো সংস্কার দরকার তা করে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার আহ্বান জানান বামের নেতারা।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024