শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা ৫ দফা দাবিতে রংপুরে জামায়াতে ইসলামীর বিক্ষোভ আগে গণভোট, পরে জাতীয় নির্বাচন: এটিএম মাসুম আখতার হোসেন বলেন ,জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার প্রস্তুতি চলছে: পাটওয়ারী ঢাকা কেন্দ্রীয় কারাগারে অসুস্থ কয়েদির ঢামেকে মৃত্যু নির্বাচন ছাড়া ছোটখাটো বিষয়ে সময় নষ্ট করে লাভ নেই: আমীর খসরু একই দিনে গণভোটের ঘোষণা জুলাই গণঅভ্যুত্থানকে অবজ্ঞার শামিল: জামায়াত নেতা শাহজাহান তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন: ডা. তাহের জুলাই সনদ বাস্তবায়ন আদেশ যুগান্তকারী পদক্ষেপ: শিশির মনির

শিশু নির্যাতনকারীদের বিচার দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

ধর্ষণ-নিপীড়ন-সহিংসতার বিরুদ্ধে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সাধারণ মানুষ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এই মানববন্ধনে অংশ নেন তিন শতাধিক মানুষ।

শনিবার (৮ মার্চ) নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ফোরাম চট্টগ্রাম এবং আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে এই মানববন্ধন হয়।এতে দেশের বিভিন্ন স্থানে শিশু ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ ও নারী-শিশুসহ সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। মানববন্ধনে ২০১৯ সালের ২৩ জুলাই চান্দগাঁও থানায় এনজিওকর্মী মাহাবুব আলম প্রকাশ মাহাবুবুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন মামলাসহ সব মামলার ন্যায়বিচারের দাবি করা হয়।মানববন্ধনে গৃহকর্মী শিশু ধর্ষণ মামলাসহ সব শিশু নির্যাতন মামলার দ্রুত এবং ন্যায়বিচারের দাবিতে সোচ্চার হন বিভিন্ন শিশু অধিকারকর্মী, মানবাধিকারকর্মী, গণমাধ্যমকর্মী, সাধারণ শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা। গৃহকর্মে নিযুক্ত শিশুদের ওপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা সাম্প্রতিক সময়ে উদ্বেগজনকভাবে বেড়েছে।মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার আট বছরের শিশুর কথা উল্লেখ করে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে এ ধরনের ঘটনা বারবার ঘটছে।অপরাজেয় বাংলাদেশের সাবেক বিভাগীয় সমন্বয়কারী ও শিশু অধিকারকর্মী মাহাবুবুল আলমের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি সাইদুল ইসলাম, আবৃত্তিকার ও উপস্থাপক দিলরুবা খানম, অপরাজেয় বাংলাদেশ-চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী জিনাত আরা বেগম, এডাব-চট্টগ্রামের সমন্বয়কারী মোহাম্মদ ফোরকান, সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রেজা মুজাম্মেল, দৈনিক সমকালের শৈবাল আচার্য্য, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের (টিইউসি) রেজোয়ান চৌধুরী, শ্রমিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী শাহীন, ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিস প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025