মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন

শিরোনাম :
গাইবান্ধায় ঘাঘট নদী থেকে স্কুল শিক্ষিকার ভাসমান লাশ উদ্ধার রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন স্বাস্থ্য উপদেষ্টা দেশে বেকারের সংখ্যা ভয়ঙ্কর রূপ ধারণ করেনি: অর্থ উপদেষ্টা ইসরায়েলকে ঠেকাতে যৌথ প্রতিরক্ষা সক্রিয় করতে চায় মুসলিম দেশগুলো গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন আশা নাহিদ ইসলামের- নির্বাচনের পরও নতুন সরকার ট্রাইব্যুনালের বিচারকাজ চলমান রাখবে হত্যার উদ্দেশে হামলা- জিএম কাদের ও পাটোয়ারীসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলার আবেদন মেহেরপুরে আদালত চত্বর থেকে আসামি অপহরণ, আটক ১০ বিসিএস পরীক্ষার জন্য কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত

বিশ্বমান বজায় রেখে শ্রম আইন সংস্কারের আহ্বান ড. ইউনূসের

আন্তর্জাতিক মান বজায় রেখে দেশের বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে শ্রম আইন সংস্কারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

আগামী ১০ থেকে ২০ মার্চ জেনেভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

 

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সবকিছু ইতিবাচকভাবে করতে হবে, কাজ সম্পন্ন করতে হবে। আমরা এখানে অজুহাত তৈরি করতে আসিনি।

তিনি বাংলাদেশের শ্রম খাতে শ্রমিকদের জন্য বিমা কভারেজ এবং স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিতে কর্মকর্তাদের নির্দেশ দেন।

বৈঠকে অনলাইনে যোগ দিয়েছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী।

তিনি জেনেভায় আইএলও অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের অংশ হওয়ার কথা রয়েছে। 

তিনি বলেন, কিছু অত্যন্ত ইতিবাচক উন্নতি হয়েছে। তবে বিশেষজ্ঞদের মধ্যে অনুভূতি হলো যে আমরা এখনো সেই পর্যায়ে পৌঁছাতে পারিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, সচিব এএইচএম শফিকুজ্জামান, আইন ও বিচার বিভাগের সচিব শেখ আবু তাহের এবং আইএলওর দেশ প্রতিনিধি তুওমো পৌতিয়ানেন।

বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন জেনেভায় বাংলাদেশের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2024