বুধবার, ১৯ নভেম্বর ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
কুড়িলে রিকশার গ্যারেজে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট এই অস্থিরতার মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে খুব দরকার ছিল: ফখরুল তারেক রহমানের জন্মদিনে উৎসব না করার আহ্বান জামায়াত আমিরের সঙ্গে বিশ্বব্যাংক প্রতিনিধিদলের বৈঠক তারেক রহমান মানবতার দূত হিসেবে কাজ করছেন : রিজভী হাসিনার মৃত্যুদণ্ডের রায় দেশবাসীকে স্বস্তি দিয়েছে : আমানউল্লাহ প্লট দুর্নীতি মামলা হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত দেশে মোট ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ এক সময় যারা মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে: ধর্ম উপদেষ্টা ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

এই অস্থিরতার মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে খুব দরকার ছিল: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই মুহূর্তে ব্যারিস্টার মওদুদকে আমাদের খুব দরকার ছিল, কারণ আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে বাস করছি। এই অস্থিরতা থেকে যারা আমাদের পথ দেখাতে পারতেন, দিশা দেখাতে পারতেন—তাদের মধ্যে ব্যারিস্টার মওদুদ ছিলেন অন্যতম।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে একটি বইয়ের নতুন সংস্করণের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বইটি রচনা করেন প্রয়াত বিএনপি নেতা মওদুদ আহমেদের সহধর্মিণী হাসনা মওদুদ। বইটিতে ২০০৯ থেকে ২০১৯—এক দশকে দেশের রাজনীতি, গণতন্ত্রের পশ্চাৎগতি ও রাষ্ট্র পরিচালনার নানা দিকের সমালোচনামূলক বিশ্লেষণ তুলে ধরা হয়েছে।

ফখরুল বলেন, সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক সত্তার মানুষ ছিলেন মওদুদ আহমদ। ছিলেন আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা। বিভিন্ন কারণে, বিভিন্ন সময় তিনি বিভিন্ন অবস্থান নিয়েছেন। কিন্তু তার মধ্যে যদি খুঁজি, আমরা দেখব—গণতন্ত্রে ফিরে আসার উপায় খুঁজতেই তিনি সেখানে গিয়েছেন। এবং এটাই তাকে মূল্যায়নের সবচেয়ে ভালো পথ বলে আমি মনে করি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, লেখক ও রাজনীতিক হাসনা মওদুদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান শরীফ জহির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশিদ এবং রাজনৈতিক বিশ্লেষক জায়েদুর রহমানসহ আরও অনেকে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025