Editor Panel
- ১৭ নভেম্বর, ২০২৫ / ৩ Time View
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিক্ষুব্ধদের সরিয়ে দিয়েছে সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে দুইটি ট্রাকে করে দুইটি এক্সকাভেটর নিয়ে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি ধানমন্ডি ৩২-এর দিকে অগ্রসর হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তারা কোন সংগঠন বা দলের কিনা- তা নিশ্চিত হওয়া যায়নি।
এ সময় ধানমন্ডি ৩২-এর মূল প্রবেশমুখে ব্যারিকেড বসিয়ে এক্সকাভেটরগুলোর প্রবেশে বাধা দেয় পুলিশ।
পরে ট্রাক দুটি পাশের মেট্রো শপিং মলের সামনে থামিয়ে রাখা হয়।বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করলে বিক্ষোভকারীদের কিছু অংশ পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে।
এর আগে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তখন ছাত্র-জনতার পক্ষ থেকে মাইকে বলতে শোনা যায়, প্রশাসন ধানমন্ডি ৩২ নম্বরের নিরাপত্তা দেওয়ার জন্য নয়, আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য।
বিক্ষোভ চলাকালীন সেখানে দুইটি কুশপুতুলে অগ্নিসংযোগ করা হয় এবং বিভিন্ন স্লোগান দেয় বিক্ষোভকারীরা।