সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন

শেখ হাসিনার রায় ঘিরে রাজধানীতে কড়া নিরাপত্তা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী ঢাকায় জোরদার নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী চেকপোস্টের সংখ্যা বৃদ্ধি করেছে এবং গুরুত্বপূর্ণ এলাকা ও মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে।

সোমবার সকাল থেকে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, হাইকোর্ট, ট্রাইব্যুনাল, দোয়েল চত্বর থেকে শিক্ষাভবন অভিমুখী সড়কসহ অনেক স্থানে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। যানচলাচল কিছু এলাকায় সীমিত থাকলেও অফিসগামী ও সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক দেখা গেছে।

রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ, কারওয়ানবাজার রেলক্রসিং, মিরপুর, শাহবাগ, মগবাজার ও গাবতলীতে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। সুপ্রিম কোর্টের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ট্রাইব্যুনাল প্রাঙ্গণে পুলিশ ও র‌্যাব অবস্থান করছে।

রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জানিয়েছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রয়েছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বিভিন্ন ধংসাত্মক কার্যক্রমে লিপ্ত হচ্ছে। তবে রায় ঘোষণার দিন পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইন সর্বোচ্চভাবে প্রয়োগ করা হবে।

ঢাকার নিরাপত্তার জন্য প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025