Editor Panel
- ১৬ নভেম্বর, ২০২৫ / ৪ Time View
গাজায় ভারী বৃষ্টিতে অস্থায়ী শিবিরে বসবাসরত ফিলিস্তিনি নাগরিকরা বিপর্যস্ত হয়ে পড়েছেন। টানা বৃষ্টিতে পানি জমে যাওয়ার সঙ্গে সঙ্গে অপর্যাপ্ত তাঁবু ও আশ্রয়ের অভাব শীতকালকে ঘিরে তাদের উদ্বেগ বাড়িয়েছে।
শনিবার দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে কয়েক ডজন তাঁবু বৃষ্টির পানিতে প্লাবিত হয়। বাসিন্দা আব্দুল রহমান আসালিয়া জানান, শিবিরের থাকার জায়গা, কাপড় ও অন্যান্য জিনিসপত্র পানিতে ভিজে গেছে।
পানি নিষ্কাশনে কয়েক ঘণ্টা ধরে অসংখ্য মানুষ কাজ করেছে।আসালিয়া বলেন, আমাদের আরও সাহায্য প্রয়োজন, নতুন তাঁবুর ব্যবস্থা চাই, যা মানুষকে অন্তত শীতের ঠান্ডা থেকে রক্ষা করতে পারে। তিনি আরও বলেন, শীতকালীন বৃষ্টি আল্লাহর আশীর্বাদ, তবে এমন কিছু পরিবার আছে যারা আর বৃষ্টি চাচ্ছেন না। তারা সন্তানদের ও নিজের জীবন নিয়ে চিন্তিত।
গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানিয়েছে, শুক্রবারের বন্যায় মূলত উপত্যকার উত্তরের অংশের ফিলিস্তিনিরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই অঞ্চলে গত মাসে ইসরায়েল ও হামাসের মধ্যে শান্তি চুক্তির পরে হাজার হাজার মানুষ ফিরে এসেছেন।
গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, অস্থায়ী শিবিরে থাকা ১ লাখ ৩৫ হাজার তাঁবুর মধ্যে প্রায় ৯৩ শতাংশ এখন আর আশ্রয়ের উপযোগী নয়। এ ক্ষতি হয়েছে পানি, আবহাওয়া ও ইসরায়েলের বোমাবর্ষণের কারণে।
ইসরায়েল এখনও তাঁবু, মোবাইল হোম ও অন্যান্য আশ্রয় সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে। যা গত ১০ অক্টোবর কার্যকর হওয়া শান্তিচুক্তির লঙ্ঘন। গাজার বন্যা ও ইসরায়েলের প্রবেশাধিকারে নিষেধাজ্ঞার ফলে দুই মিলিয়ন ফিলিস্তিনির নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসন নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, আল-জাজিরা