শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

“স্বাধীনতা নয়, শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন”

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তিনি চেয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সেনবাগ ডুমুরিয়া বালিকা উচ্চ বিদ্যালয় জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

জয়নুল আবদিন ফারুক বলেন, সেদিন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আসাম আব্দুর রবসহ শেখ মুজিবকে যখন বলেছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করতে, তিনি তখন বলেন, ‘আমার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী মামলা হবে, আমি পাকিস্তান ভাগ করতে পারবো না।’ তখন বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন আমাদের প্রিয় নেতা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি বলেন, তখন যারা আমাদের দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা এখন আবার নতুন করে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করেছে। তারা মা-বোনদেরকে বলে, ‘দাঁড়িপাল্লা ভোট দিলে বেহেশতে বা জান্নাতে যাওয়া যাবে’—এটি একটি প্রতারণা।

জামায়াতের উদ্দেশ্যে ফারুক বলেন, আসুন না ইসলাম বাদ দিয়ে জনপ্রিয়তা যাচাই করতে দেখা যাক কয়টি ভোট পান। জনগণের ভোট নিয়ে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হন, দেশের ১ কোটি বেকারকে চাকরির ব্যবস্থা করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025