শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

খতমে নবুওয়ত মহাসম্মেলনে লাখো তৌহিদি জনতার ঢল

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে ‘আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন’। মহাসম্মেলনকে কেন্দ্র করে সকাল থেকেই উদ্যানে উপচে পড়া ভিড় দেখা দেখা গেছে।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টায় সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজনে মহাসম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়, যা চলবে দুপুর পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা পায়ে হেঁটে, ব্যক্তিগত যানবাহনে, বাসে এবং মেট্রোরেলে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছান। আলেম-ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মানুষসহ নানা পেশার অংশগ্রহণে উদ্যানজুড়ে সৃষ্টি হয় জনসমুদ্র।

জানা গেছে, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে এ মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষ আলেমরা ঢাকায় এসে পৌঁছেছেন।

আয়োজকরা জানান, সম্মেলনে বিদেশি অতিথিদের মধ্যে যোগ দেবেন— জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

বাংলাদেশ থেকে অংশ নেবেন— হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ আরও অর্ধশতাধিক বিশিষ্ট আলেম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025