মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
সম্মিলিত ছাত্র সংসদ ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু সদর দফতর থেকে মঙ্গলবার এক বিবৃতিতে ঘোষণা করেছে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার দোসরদের বিরুদ্ধে জাতীয় প্রতিরোধ গঠনে এবং তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেয়ার জন্য দেশব্যাপী চিরুনি অভিযান পরিচালনার দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু, রাকসুর ভিপি মোস্তাকুর রহমান (জাহিদ) ও চাকসুর ভিপি মো. ইব্রাহিম হোসেন রনি।
বিবৃতিতে বলা হয়েছে যে, দীর্ঘ ১৮ বছরের শাসন থেকে দেশের মুক্তির জন্য জুলাই বিপ্লবের অর্জন রক্ষা করাই তাদের লক্ষ্য এবং তারা দাবি করছে, ফ্যাসিস্টি কার্যক্রমে লিপ্ত নেতা-কর্মীদের মূলোৎপাটনে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়াতে হবে।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন সময়ে সংঘটিত লঘি-বৈঠার তাণ্ডব, গুম-খুন ও গণহত্যাসহ অন্যায় ঘটনার ইতিহাসের প্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি উদ্বেগজনক এবং সরকারকে এসব ঘটনার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
তাদের দাবি, অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম মৌলিক দায়িত্ব হলো জুলাই সনের সুরক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া এবং দেশের স্থিতিশীলতা নিশ্চিতকরণে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা।
সম্মিলিত ছাত্র সংসদের নেতৃবৃন্দ একই সঙ্গে সকল দেশের দেশপ্রেমিক নাগরিক, ছাত্র-জনতা-শ্রমিকসহ সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানিয়েছেন যে, দল-মত নির্বিশেষে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গঠন করতে হবে এবং যেখানে এসব নিষিদ্ধ সংগঠনের সদস্যরা পাওয়া যাবে, সেখানে স্থানীয়ভাবে প্রতিরোধ করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে হবে।
বিবৃতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত টহল জোরদারেরও দাবি করা হয়েছে।
বিবৃতি সর্বশেষে জোর দিয়ে দাবি করা হয়েছে যে, জুলাই গণহত্যার বিচারের দৃশ্যমান অগ্রগতি জাতির সামনে উপস্থাপন করতে হবে এবং যে কোনো ধরনের নাশকতামূলক কার্যক্রম রোধে সরকারকে দ্রুত ও সচেতন পদক্ষেপ নিতে হবে।